স্যামুয়েল জনসনস্যামুয়েল জনসন


স্যামুয়েল জনসন (১৮ই সেপ্টেম্বর ১৭০৯ - ১৩ই ডিসেম্বর ১৭৮৪), ইংরেজি ভাষার একজন বিখ্যাত কবি, সমালোচক, প্রাবন্ধিক, অভিধান প্রণেতা এবং অষ্টাদশ শতাব্দীর লন্ডনের একজন শ্রেষ্ঠ আড্ডাবাজ হিসেবে সুপরিচিত ছিলেন। নানা ধরণের লেখার পাশাপাশি তিনি ইংরেজি ভাষার অভিধান রচনা করেন এবং অভিধানের চল্লিশ হাজার শব্দ প্রমাণ করেছিলো জনসনের জ্ঞানের গভীরতা। জনসন আজীবন শেক্সপীয়রের একজন ছাত্র ছিলেন, কিন্তু তিনি কখনও তাঁর পূজারী ছিলেন না। তাঁর রচিত ‘ডঃ স্যামুয়েল জনসনের জীবনী’ ইংরেজি ভাষায় শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে বিবেচিত হয়।