সৈয়দ আবুল মকসুদসৈয়দ আবুল মকসুদ


১৯৪৬ সালের ২৩শে অক্টোবর সৈয়দ আবুল মকসুদ জন্মগ্রহণ করেন। তিনি একাধারে সাংবাদিক, কলামিস্ট এবং গবেষক। তিনি তাঁর সাহসী ও গবেষণামূলক লেখার জন্য জনপ্রিয়তা অর্জন করেছেন্। রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, মোহনদাস করমচাঁদ গান্ধী, সৈয়দ ওয়ালীউল্লাহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন ও কর্ম নিয়ে গবেষণা করেছেন তিনি। তাঁর লেখা ভ্রমণ কাহিনী ‘জার্নাল অব জার্মানী’ অত্যন্ত প্রশংসিত হয়। তাঁর বইগুলোর মধ্যে রয়েছে: যুদ্ধ ও মানুষের মূর্খতা, মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর জীবন, কর্মকান্ড, রাজনীতি ও দর্শন, গান্ধী, নেহেরু ও নোয়াখালী, ঢাকার বুদ্ধদেব বসু, সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য, রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন, প্রভৃতি। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার পান। দৈনিক প্রথম আলোয় তিনি ‘সহজিয়া কড়চা’ এবং ‘বাঘা তেঁতুল’ শিরোনামে সাহিত্য, সমাজ,-সংস্কৃতি এবং রাজনীতি নিয়ে কলাম লেখেন।