শিরোনামহীনশিরোনামহীন


শিরোনামহীন বাংলাদেশের একটি ব্যান্ড। ১৯৯৬ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। তাঁরা ক্লাসিকাল এবং ফোঁক ধাঁচের গান করে থাকে। ১৯৯৬ সালে জিয়াউর রহমান জিয়া, জুয়েল এবং বুলবুল ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে তানজির তুহিন ভোকাল হিসেবে ব্যান্ডটিতে যোগ দেন। তাদের প্রথম এলবাম জাহাজী রিলিজ পেয়েছিলো ২০০৪ সালে। এই পর্যন্ত তারা ৫ টি অডিও এলবাম রিলিজ করেছে। তাদের সর্বশেষ এ্যালবাম শিরোনামহীন শিরোনামহীন ১৯ জুলাই ২০১৩ তে প্রকাশ পেয়েছে। ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন জিয়াউর রহমান জিয়া(বেজ এবং কম্পোজ), তানযির তুহিন (ভোকাল), দিয়াত খান (গিটার), আহমেদ সাফিন (ড্রামস), রাসেল কবীর (কি-বোর্ড)। পশ্চিমা বাদ্যযন্ত্র এবং দেশীয় বাদ্যযন্ত্রের সফল ব্যবহার তাদের আলাদা করেছে অন্য ব্যান্ডগুলি থেকে। দোতরা, সরোদ, বাঁশি যেমন গানে ব্যবহার হয়েছে, তেমনি ড্রাম, গিটার , বেজ গিটার, ইলেক্ট্রিক গিটারও প্রয়োজন অনুযায়ী গানে ব্যবহার হয়েছে। ২০১০ সালে শিরোনামহীন ব্যান্ডের ওপর একটি তথ্যচিত্র প্রকাশিত হয়েছে। ২০০৮ সালের ১ আগস্ট তারা বামবার সদস্যপদ লাভ করে।