চণ্ডীদাসচণ্ডীদাস


চণ্ডীদাস (১৩৭০-১৪৩০) মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তার আসল নাম অনন্ত, কৌলিক উপাধি বড়ু, এবং গুরুপ্রদত্ত নাম চণ্ডীদাস। বাংলা ভাষায় রাধা ও কৃষ্ণের প্রেম সম্পর্কিত প্রায় ১২৫০টির অধিক কাব্যের সন্ধান পাওয়া গেছে যেখানে রচয়িতা হিসেবে বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও দ্বিজ চণ্ডীদাস তিনটি ভিন্ন নামের উল্লেখ রয়েছে আবার কোনটিতে রচয়িতার নামের কোন উল্লেখ পাওয়া যায় নি। এ কাব্যগুলো ভনিতা নামে পরিচিত। ভনিতা একই ব্যক্তি কর্তৃক রচিত কিনা তা পরিস্কার করে জানা যায় না। আধুনিক পণ্ডিতরা ধরণা করে থাকেন, বর্তমান যে সকল কবিতা চণ্ডীদাসের নামে রয়েছে তা অন্তত চারজন ভিন্ন চণ্ডীদাস কর্তৃক রচিত হয়েছে। ভনিতা কাব্যের রচনাশেলী অনুযায়ী তাদের পৃথক করা যায়। প্রথম চণ্ডীদাস হিসেবে অনন্ত বড়ু চণ্ডীদাসকে ধারণা করা হয় যিনি আনুমানিক ১৪ শতকে বীরভূম জেলায় (বর্তমানে পশ্চিমবঙ্গ) জন্ম নেন। তিনি মধ্যয়ুগীয় বাংলা কবিতার অন্যতম নিদশন শ্রীকৃষ্ণকীর্তন রচনা করেন। এই কাব্যে তিনি নিজেকে অনন্ত বড়ু চন্ডীদাস হিসাবে ভণিতা দিয়েছেন। তিনি বাসলী দেবীর উপাসক ছিলেন। বীরভূম এর নানুরে এই দেবীর মন্দির আছে। "বড়ু" শব্দটি "বটু" শব্দের অপভ্রংশ।