নশ্বর প্রান শস্যের আয়ু করতলে এঁকে
দ্যাখে চারিদিকে শীত ঝরে যায় পাতার মতোন,
পড়ে থাকে খড় শুকনো নাড়ার হলুদাভ মাটি
মাতাল বাতাস ডেকে নেয় সাথে উদাসী পথের ভাসমান ধুলো
ঝরা ভালোবাসা

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ