ব্যক্তির মূল্য ও মর্যাদা দানই হলো গণত্রন্ত্রের প্রথম কথা। মানব প্রকৃতির সাম্যের বিভক্তিতে গঠিত এই মর্যাদা অত্যন্ত প্রয়োজনীয় ভাবে সকল ব্যক্তির মধ্যে সমানভাবে বর্তমান। সুতরাং সাম্যই গনতন্ত্রের মূখ্য আদর্শ।

এডওয়ার্ড বেলামী