বিহুরে লগন মধুরে লগন,
অকাশে বাতাসে লাগিল রে
চম্পা ফুটিছে চামলী ফুটিছে,
তার সুবাসে ময়না আমার ভাসিল রে

সংগৃহীত