হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায়
লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায়
খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়
বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়

সংগৃহীত