“ হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী,
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে;
পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে,
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে ”
                        
                        
                            
                                 
                            
                             
             বাণী চিত্র
                    বাণী চিত্র
                 
                 
                 
             
             
             
            





