“ আমি তোমাদের ভালোবাসায় না গিয়ে যুদ্ধে যাওয়ার পরামর্শ দিচ্ছি,
কারন যুদ্ধে তুমি হয় বাঁচবে না হয় মরবে,
কিন্তু ভালোবাসলে না পারবে বাঁচতে না পারবে মরতে ”
                        
                        
                            
                                
                            
                            
            
                
                
            
            
            
            





