“ তবু তুমি বলছো না - সে তোমার কেউ নয়, প্রজাপতি, 
অথবা পাখি সে, দুদন্ড জড়িয়ে গেছে জীবনের ডালে।
তোমার শাখায় বোসে দেখেছে সে অন্য ফুল, উজ্জ্বল অধিক,
প্রজাপতি উড়ে যাবে বিচিত্র বিভিন্ন ফুলে সে তো স্বাভাবিক ”
                        
                        
                            
                                 
                            
                             
             বাণী চিত্র
                    বাণী চিত্র
                 
                 
                 
             
             
             
            





