অথচ এই মাধবীই বলতো
প্রায়ই বলতো
স্মৃতি বলে কোনো কিছুই আমি
বিশ্বাস করি না।

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ