“ খেয়াঘাটে ওঠে গান
অশ্বথতলে ,
পান্থ বাজায়ে বাঁশি
আন্মনে চলে ।
ধায় সে বংশীরব
বহুদূর গাঁয় ,
জনহীন প্রান্তর
পার হয়ে যায় ”
