প্রশাসন হচ্ছে বস্তায় ভরা চালের মত। রান্নার আগে যেমন বস্তার চাল পাত্রে ঢেলে কাঁকর-বালি-পাথর ইত্যাদি বেছে ফেলে না দিলে যেমন ভাতের দফারফা হয় তেমনি প্রশাসন থেকে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেছে আলাদা করে বাদ না দিতে পারলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয় না

মতিকণ্ঠ