হুমায়ূন আজাদহুমায়ূন আজাদ


অধ্যাপক হুমায়ুন আজাদ ছিলেন একজন প্রথাবিরোধী ও বহুমাত্রিক মননশীল লেখক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭০ টির বেশী। হুমায়ুন আজাদের ১০টি কাব্যগ্রন্থ, ১৩টি উপন্যাস, ২২টি সমালোচনা গ্রন্থ, ৮টি কিশোরসাহিত্য, ৭টি ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। ১৯৯২ খ্রিস্টাব্দে নারীবাদী গবেষণামূলক গ্রন্থ নারী প্রকাশ করে গোটা দেশে সাড়া তুলেন। বইটি ১৯৯৫ থেকে ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ ছিলো। এ গ্রন্থ তাঁর বহুল আলোচিত গবেষণামূলক কাজ হিসেবে স্বীকৃত। তিনি ১৯৮৬ খ্রিস্টাব্দে বাংলা একাডেমী পুরস্কার এবং ২০১২ খ্রিস্টাব্দে সামগ্রিক সাহিত্যকর্ম এবং ভাষাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্যে মরণোত্তর একুশে পদক লাভ করেন। তার রচিত কিশোরসাহিত্য ১৯৮৯ খ্রিস্টাব্দে প্রকাশিত আব্বুকে মনে পড়ে জাপানি ভাষায় অনুদিত হয়েছে ২০০৩।


রাজনীতি সমাজ ধর্ম প্রেম দেশপ্রেম দুঃখ সুখ উপদেশ কারখানা সাহিত্য কবিতা আন্তর্জাতিকতা সমাজতন্ত্র আত্নবিশ্বাস রূপসী বাংলা শিল্প বাংলাদেশ সংগীত প্রকৃতি শহর গ্রাম প্রকৃতিপ্রেম স্বৈরতন্ত্র দর্শন কাম নারী মিডিয়া পুজিঁবাদ জ্ঞানচর্চা বুদ্ধিজীবী শিক্ষা যৌনতা অভিনয় সংস্কৃতি তরুণ ধর্ষন কার্য বাঙালি মূল্যবোধ মানুষ ইতিহাস রণক্ষেত্র ক্রীতদাস মুখোশ লুকোচুরি বালিকা ক্রীতদাসী রাগ যোগ্যতা অধম আদেশ প্রশংসা অসৎ আদর্শ ঈর্ষা সাংবাদিকতা লক্ষ্য ভালোবাসা দিবস তারুণ্য ধার্মিক সৎ পুরুষ বিজ্ঞান সাম্প্রদায়িকতা জন্ম কবি জ্ঞান সভ্যতা জীবন মন আশা সোনার বাংলা বিদ্রোহ অনুভুতি চরিত্র মর্যাদা সাস্থ্য সততা আক্ষেপ বাংলা