“ মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে।
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে ”
                        
                        
                            
                                 
                            
                             
             বাণী চিত্র
                    বাণী চিত্র
                 
                 
                 
             
             
             
            





