সীমান্তে বেসামরিক বাংলাদেশিদের হত্যা বন্ধে সর্বোচ্চ সংযম প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়ে বিএসএসের মহা পরিচালক রমন শ্রীবাস্তব বলেন, “মা কসম ঠাকুর, আমরা সীমান্তে এখন এক্কেবারে ভালো হয়ে যাব। ভালো হতে পয়সা লাগে না। পাশাপাশি কয়েকটি পয়েন্টে জওয়ানদের প্রাণঘাতি নয়-এমন অস্ত্র, যেমন মুরগির পালক, বালিশ, ইত্যাদি সরবরাহ করা হবে।”

মতিকণ্ঠ