“ ফাল্গুনে বিকশিত
      কাঞ্চন ফুল ,
ডালে ডালে পুঞ্জিত
      আম্রমুকুল ।
চঞ্চল মৌমাছি
      গুঞ্জরি গায় ,
বেণুবনে মর্মরে
      দক্ষিণবায় ”
                        
                        
                            
                                
                            
                            
            
                
                
            
            
            
            





